Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গালা ইউনিয়নের ইতিহাস

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর  উপজেলাধীন বিশালজনসংখ্যা অধ্যুষিত এলাকা গালা ইউনিয়ন । ১৯৭৫ ইং সালে এই গালা ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় । ইহার আয়তন-৭৫০একর এবংসীমা-১১.৫০বর্গমাইল। জনসংখ্যা প্রায় ৪৯৯৭১ জন । শতকরা ৯৫% মুসলমান,৫% এবং  শতকরা ৮০% ভাগলোক কৃষির উপর নির্ভরশীল। এখানে ধান, পাট, আলু, শরিষাসহ বাদাম চিনা বিভিন্ন ধরনেরসবজির আবাদ হয়। এখানে ৩টি উচ্চ বিদ্যালয়, ১টিমাদরাসা, ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ০৪টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ধরণেরশিক্ষা প্রতিষ্ঠান আছে।